আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের আয়োজনে পাঁচ দিনব্যাপী বৃক্ষ মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষ মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিন আলী মুন্সী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন (ছোট), কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক লাল্টু ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, সহ সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, নার্সারি মালিক, সাংবাদিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চাঁচাই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়, উৎসাহ-উদ্দীপনা নিয়ে এ মেলায় ১২/১৫ টি স্টল অংশগ্রহণ করে, এ মেলায় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে দর্শকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন, এবং বিভিন্ন নার্সারি থেকে আনা কাঁঠাল, কমলা, বেদনা, মালটা, কদবেল, আতা, ডালিম, পলাশ, মালতি, বাসন্তী, সহ বনজ, ফলজ, ঔষধি বৃক্ষের চারা সম্পর্কে অবহিত হন, এবং মেলায় বিভিন্ন চারা বিক্রয় করা হচ্ছে।