বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের পলীতে চেতনা নাশক স্প্রে প্রয়োগ ও অজ্ঞান করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে ঘটেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, রুস্তুম আলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন শিক্ষক আব্দুর রজ্জাক ঢালীর বাড়িতে বুধবার দিনগত রাতে অজ্ঞান পাটির কবলে পড়ে। এসময়ে আঃ রাজ্জাক ঢালীর পুত্র জাহাঙ্গীর ও সাইফুলের রুমে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কর সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছে জাহাঙ্গীর ও সাইফুল ইসলাম এবং শিশু আনাফ হোসেন, তারা বর্তমানে চিকিৎসাধীন আছে নিজ্ব বাড়িতে। এই ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নকিবসহ সঙ্গীয় ফোর্স সরেজমিন পরিদর্শন করেছেন।