বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পারুলগাছা ও হোগলা মোড় এলাকায় বিভিন্ন পথচারী, চায়ের দোকান, মোদির দোকান, সহ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়, সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের ৪নং ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান মোল্লা, ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল মোড়ল, মাওঃ জহুরুল ইসলাম, আব্দুর রহিম, সোহরাব টাপালী, হাবিবুল্লাহ, আব্দুল খালেক, হাছান, শাহাদাত মুন্সী প্রমুখ। এ সময় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বলেন, মহান স্বাধীনতার সুফল এবং সকল মানুষের অধিকার নিশ্চিত করতে স্রষ্টার আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।