বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ ইউ এস এ আইডি’র সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এস ডি আর প্রকল্পের আয়োজনে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রনয়ণের জন্য যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় এস ডি আর প্রকল্পের কর্মকর্তা বিপ্লব তপাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন দুর্যোগ এলাকায় সকল স্তরের মানুষের কাছে দুর্যোগ পূর্বাভাস ও সতর্ক সংকেত প্রচার করতে হবে। মানবিক সহায়তা কার্যক্রমের অধীনে ত্রাণ ও পুনর্বাসন বিতরণ ও সেবা প্রদান করতে হবে। এ সময় উপস্থিত আলমগীর হোসেন, লিটন হোসেন, শিমুল হোসেন, মাহমুদা খাতুন, আহাদুজ্জামান, শাহিন আলম, সুজিত মন্ডল, তাপস ঘোষ, নুর হোসেন , হাফিজুল ইসলাম, নাছিমা খাতুন, মুসলিমা বেগম, দুর্যোগ ফ্যাসিলিটেটর রাজবুল হাসান রাজু সহ সদস্য ও সদস্যা বৃন্দ।