বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আন্তঃ ধর্মীয় সংলাপ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় বিষ্ণুপুর ইউনিয়ন দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় ও বিষ্ণুপুর ইউপি সদস্য আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পারুলগাছা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মৃণাল কান্তি মন্ডল, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইউনুছ আলী, অসীম কুমার রায়, আলমগীর হোসেন, রুহুল আমিন, মাজেদ গাজী, প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উওম মন্ডল, শুভ মন্ডল, রাধারানী বাছাড়, মিতালী মন্ডল, প্রিয়া মন্ডল, অঞ্জনা মন্ডল, জাহানারা খাতুন, মুসলিমা আক্তার, মনিরা খাতুন ,জামাল উদ্দিন, সহ শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।