শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

বিষ্ণুপুর নিজ বসত ঘর থেকে বৃদ্ধের দুর্গন্ধ যুক্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বিষ্ণুপুর/দক্ষিণ শ্রীপুর প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ১ বৃদ্ধের মৃত্যু নিয়ে ধ্রমজালের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ৩দিন পরে নিজ বসতঘর থেকে দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে ঘটেছে। থানা পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, চাঁচাই গ্রামের আলী আহমেদ গাজী (৭৫) এর দুর্গন্ধযুক্ত লাশ গতকাল দুপুর ২ টার দিকে দেখতে পায় তার ছেলে শাওন শাহারিয়ার গাজী (৩৮)। সে জানায় গত ২৮ আগষ্ঠ সন্ধ্যার পরে ছেলে শাওন ও তার স্ত্রী চাঁচাই বাড়িতে বসবাস করেন। পিতার সাথে মাতা ও পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক ভালো ছিলো না আলী আহমেদের। স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান, পিবিআই ও ডিবি কর্মকর্তা সহ সঙ্গীয় ফোর্স। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৩ দিন আগে অর্থাৎ ২৮ আগষ্ট সে মৃত্যুবরণ করেছে। নিজ বসতঘরের খাটে সোয়া অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘরের আলমারী ও বাক্স খোলা থাকায় মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। এ বিষয়ে কথা হলে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে সবকিছু পরে জানানো হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com