বিষ্ণুপুর প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুরে ইকরা তা’লীমুল কুরআন নুরানি মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মহিউদ্দিন (বিডিআর) এর সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম হযরত মাওঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইকরা তা’লীমুল কুরআন নুরানি মাদরাসা’র সেক্রেটারী ও সাতক্ষীরা হিসাবরক্ষণ কর্মকর্তা শওকাত হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য শেখ নুরুজ্জামান, আবু বাক্কার মোড়ল ও মাসুম বিলাহ প্রমুখ। এ সময় উক্ত মাদরাসার ৩৯ জন শিক্ষার্থীর মাঝে ফলাফল প্রকাশ, পুরুস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।