বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা ও ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর উপস্থিতে এ চাউল বিতরণ করা হয়, এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ বৃন্দ। এসময় ৬০০শ” হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাউল,ও ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০০শ” পরিবারের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।