আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জের বিষ্ণুপুরে পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বিষ্ণুপুর সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। এদিকে কৃষকরা এখন পাঠ কাটা, পানিতে ডুবানো, ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই আবার পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকিয়ে বাজারে বিক্রি করছেন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে বিষ্ণুপুর, চাঁচাই, পারুলগাছা, ফরিদপুরসহ পাঠ চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রির করছেন। মুকুন্দর গ্রামের পাট চাষি আনছার আলী মোড়ল, আব্দুল জলিল গাইন, নুর হোসেন গাজী, পারুলগাছা গ্রামের আব্দুল হান্নান মোড়ল, জি এম জাহিদুর রহমান, চাঁচাই গ্রামের মৃতঃ এন্তাজ আলী সহ অনেকেই বলেন গতবছরের তুলনায় এবছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন অন্যান্য বছের চেয়ে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো। আশা করছি চাষিরা তাদের পাটের ন্যায্য মূল্য পাবে।