বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু পরিষদ বিষ্ণুপুর ইউনিয়ান শাখার আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বন্ধকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বিষ্ণুপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কুয়েত প্রবাসী শাখার সভাপতি দাইয়ানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অশিম কুমার মন্ডল, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সমীর কুমার মন্ডল, বিশিষ্ট নেতা সামছুর মাস্টার, বিশিষ্ট আওয়ামী লীগ কর্মী আব্দুস সাত্তার, আব্দুস সালাম, হাসেন আলী প্রমূখ।