বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুরে বজ্রপাতে আব্দুর রউপ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত আরো ৩ জন। গতকাল বেলা ১২ টায় বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল রউপ শ্রীরামপুর গ্রাামের মৃত্যু আঃ গফুর সানার ছেলে। এদিকে আহতরা হলেন শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম, (৩৮) হাফিজুল ইসলাম (৩৫) ও সোহরাব হোসেন (৫০) বর্তমানে তাহারা শংকামুক্ত। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান বেলা ১২ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি মধ্য বজ্রপাত হলে আব্দুর রউফ ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।