আলমগীর হোসেন,বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাজার সংলগ্নে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদরাসার সুপারেন্টেন হযরত মাওলানা আব্দুল মোমেন তিনি পাঞ্জেগানা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন জমিদাতা, মোঃ শওকাত হোসেন, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, ইউপি সদস্য ফারজানা আক্তার, সমাজ সেবক আবু আসলাম লাস্টু,ডা: শেখ শহিদ উদ্দীন, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, আলামিন হোসেন, মাওলানা মোস্তাকিম বিলাহ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ শহীদ উদ্দিন, লিয়াকাত হোসেন, শফিকুর রহমান, মফিজুর রহমান, আফসার উদ্দিন, আবু তালেবসহ বিষ্ণুপুর, জয়পত্রকাটি ও শ্রীধরকাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের মাগফেরাতে দশকে পাঞ্জেগানা মসজিদটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ আব্দুল মোমেন।