বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধর কাটিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয় মাঠ চত্ত¡রে সহকারী শিক্ষক অশোক কুমার মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুব্রত কুমার মণ্ডল, শিক্ষক আফজাল হোসেন, শিক্ষক আজয় কুমার চক্রবর্তী, সাহাদাত মোড়ল সহ উক্ত অনুষ্ঠানে শিক্ষাক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৯৪ জন শিক্ষার্থীর মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।