বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় সহকারী শিক্ষক অশোক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি সদস্য ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আলাউদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল, সহকারি শিক্ষক আফজাল হোসেন, অজয় কুমার চক্রবর্তী, শ্রাবণী ভঞ্জ চৌধুরী সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ। এদিকে বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, ও মাদ্রাসায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বিতরন করা হয়েছে।