বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হতদরিদ্র, গরিব, অসহায় ও দুস্থ ৬’শ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বি আর ডিবি কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার লিটন কুমার ঘোষ, তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরে সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিষ্ণুপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়, গরিব ও দুস্থদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি ওসমান গনি, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য আফসার আলী, পীযূষ কান্তি রায়, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, আঃ কাদের, প্রমুখ। এসময় হতদরিদ্র, গরিব, অসহায় ও দুস্থ ৬০০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।