বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য পীযূষ কান্তি রায় এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর অগ্নিঝরা একাওরের এই দিনে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে আমাদের বিজয় অর্জিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম রাব্বানী, আফসার উদ্দিন মোড়ল, ফারজানা শওকত, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, জি এম আব্দুল কাদের, আব্দুস সালাম, খলিল সরদার, ইউপি সদস্যা রোজিনা পারভিন, পূর্ণিমা রানী মন্ডল, লাইলী পারভীন প্রমুখ। এ সময় ইউপি সচিব, সাংবাদিক, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।