বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা১১ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হল রুমে, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, ইউপি সদস্য সেখ সিরাজুল ইসলাম, ইউনিয়ন সচিব বিশ্বজিৎ অধিকারী, খলিলুর রহমান , গোলাম রব্বানী, শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের, আব্দুল সালাম ,ফারজানা শওকত , ইউপি সদস্যা লাইলী পারভীন ,রোজিনা খাতুন, পূর্ণিমা রানী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, গ্রামপুলিশ, সহ গণ্যমান্য ব্যক্তিরা । এদিকে বিষ্ণুপুরের বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।