বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে দেবদাস মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কল্যাণ সরকারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর ডিগ্রি কলেজ সাবেক সহকারী অধ্যাপক বাবু সুব্রত সরদার। বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দাতা সদস্য গোবিন্দ লাল সরদার। বিদোৎ সায়ী সদস্য সমীর মন্ডল,প্রানকৃষ্ণ এর প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সন্ন্যাসী কুমার মিস্ত্রি, রাধেশ্যাম বিশ্বাস, সুনীল কুমার পাল, সেলিনা সুলতানা, লিটন কুমার মন্ডল, সত্যজিৎ অধিকারী, ইব্রাহীম হোসেন, কৃষ্ণা হালদার, আকবর হোসেন লোশন দাস দাশ, ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ দেবনাথ, বিষ্ণুপদ গাইন, জয়রাম দেবনাথ সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।