বিষ্ণুপুর হোগলা গ্রামের আতিয়ার রহমান মোল্লার পুএ মুদি ব্যবসায়ী আব্দুল মোল্লার বাড়িতে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা তার গ্রিলের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে নগত ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, স্বর্ণের দুল, একটি টেবিল ফ্যানসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ফারজানা আক্তারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।