বিষ্ণুপুর/দঃ শ্রীপুর প্রতিনিধিঃ বিষ্ণুপুর যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তানের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলার বিষ্ণুপুর বন্ধকাঠি গোরস্থান মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ কর্মকার, ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৬ নং ওয়ার্ডের সভাপতি ভোলানাথ কর্মকার, সাধারণ সম্পাদক আবু আসলাম লালু, ৭নং ওয়ার্ডের সভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৮ নং ওয়ার্ডের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের, উপজেলা ভূমিহীন আন্দোলন কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন আ’লীগ নেতা হাফেজ নেছার উদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফজর আলী গাজী, বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রনি হোসেন, সিফাত হোসেন শুভ, নুরুল ইসলামের সহধর্মিনী হালিমা খাতুন সহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।