শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বিষ্ণুপুর রোপা আমন ধান রক্ষায় জনপ্রিয় হচ্ছে পাচিং পদ্ধতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ বিষ্ণুপুর ইউনিয়নের রোপা আমন ধানের মাঠে মাঠে পোকামাকড় ও রোগবালাই থেকে ফসলকে রক্ষা করতে, কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদনে আমন ধানের ক্ষেতে ‘ডাল পোঁতা’ (পার্চিং) শুরু হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি অফিসার মাহাফুজুর রহমান বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে সরেজমিনে আমন ধান ক্ষেতে ডালপালা পোতার কার্যক্রম করতে দেখা গেছে। আর এ কারণে কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে আমন ধান ক্ষেতের পোকা দমন করার ‘পার্চিং পদ্ধতি। এদিকে বিষ্ণুপুর ইউনিয়নপর বেশীরভাগ আমনক্ষেতের মধ্যে একর প্রতি ১০ থেকে ১২টি বাঁশের কঞ্চি কিংবা গাছের ডাল পোঁতা রয়েছে। ওই পার্চিংয়ে (খুঁটিতে) ফিঙ্গে, শালিক, দোয়েল সহ বিভিন্ন প্রজাতির পাখি বসছে। সুযোগ বুঝে ধানক্ষেতে থাকা ক্ষতিকর পোকা পাখিরা খেয়ে ফেলছে। বন্দকাটি গ্রামের কৃষক আলামিন, আখেরুজ্জামান, আব্দুর রহিম সহ অনেকেই বলেন, আমন ফসলের ক্ষেতে ১০টি বাঁশের কুঞ্চি পুঁতেছি। কয়েকদিন ধরে ক্ষেতে গিয়ে দেখি ডালে পাখি বসে আছে, আর উড়ে উড়ে পোকামাকড় খাচ্ছে। এ দৃশ্য দেখতে আমার ভাল লেগেছে। এটা যদিও আগে দেখেছি তারপরেও এবার আমাদের উপ -সহকারী কৃষি অফিসারের পরামর্শে আমরা বাস্তবে এটি ব্যবহার করছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com