বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে শাস্তি ও সম্প্রতি রক্ষায় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং প্রোগ্রাম অফিসার সুখময় পাল, উপজেলা কো – অর্ডিনেটর রাসেল আহমেদ, ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন সমন্বয়কারী শাহিনুর রহমান শাহিন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশেক ইকবাল, মানবাধিকার কর্মী ইউনুছ আলী, গোবিন্দলাল মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কুমার মন্ডল, সাবেক শিক্ষক শেখ আলাউদ্দিন, রামপ্রসাদ, শেখ আবু আসলাম লাল্টু, জয়ন্তী রানী মন্ডল, রুহুল আমিন, আঃ রশিদ, সফির উদ্দিন, ঈমান আঃ রশিদ, জেভিয়ার মন্ডল,সহ ইউপি সদস্য, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।