আলমগীর হোসেন,বিষ্ণপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের বিষ্ণুপুর দাসপাড়া সর্বজনীন রাস মন্দির কমিটির আয়োজনে সপ্তাহ ব্যাপী ধর্মীয় ভগবত বাসুদেবায় হরের্ণাম, হরের্ণামৈব, কেবলম, শ্রী শ্রী কৃষ্ণস্য রাস যাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় আজ শনিবার থেকে ১২ নভেম্বর পযর্ন্ত বিষ্ণুপুর বাজার সংলগ্ন রাস মন্দিরে এই ধর্মীয় রাস যাত্রা চলবে। রাস যাত্রা কমিটির সভাপতি গোবিন্দ দাস দৃষ্টিপাত কে জানান, ৫ নভেম্বর সকাল ৮ টায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন, ৬ নভেম্বর নামসংকীওন, ও শ্রী কৃষ্ণের রাস যাত্রা, পদাবলী কীওন, নাট্য, যাত্রা, সাংস্কৃতি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী ১২ নভেম্বর রাস যাএা সমাপ্তি হবে বলে জানান।