বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুরে দাসপাড়া সর্বজনীন রাস মন্দির কমিটির আয়োজনে ৫৯ তম শ্রী শ্রী কৃষ্ণস্য রাস যাত্রা সম্পূর্ণ হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সপ্তাহ ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী কৃষ্ণস্য রাস যাত্রা সম্পূর্ণ হয়, ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থী আতাউল হক দোলনকে কালিগঞ্জ উপজেলা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বিজয়ী করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজু, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী। উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বিশ্বজিত সরদার,সোহেল সরদার, গৌতম মন্ডল, জাকির হোসেন, আব্দুল্লাহ, আইয়ুব আলী,সহ রাস মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।