আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান, আ’লীগের নেতা শেখ রিয়াজ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বন্দকাটি বাগেরমাঠে জানাজা নামাজে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ ও জেলা আ’লীগের সভাপতি (ভারঃ) বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ শত শত মুসলীরা। জানাজা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন মাওঃ আব্দুল খালেক। উলেখ্য যে, তিনি বুধবার রাত ১১. ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মাতা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।