বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুরের ফরিদপুর কচি কাঁচা একতা যুব সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী ২৩ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার বাদ আছর হইতে ফরিদপুর ফুলতলা ময়দানে, তাফসীরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিনে ইউপি সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মেহেদী হাসান (সুমন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওলানা গোলাম আজম, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইংলামী সংগীত শিল্পী- হাফেজ ক্বারী হাবিবুর রহমান প্রমূখ।