বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ও ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিষ্ণুপুর বাজার চত্বরে উপজেলা বিএনপির সাবেক ছাএ বিষয়ক সম্পাদকর ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খাইরুল আলম, উপজেলা জাসাসের সভাপতি এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ, আল মামুন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক খান জিন্নাত আলী দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নু্রুজজামান পাড়, উপজেলা মৎস্যজিবী দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হিরা, উপজেলা মহিলা দলের সদস্য সচিব সামিমা নাসরীন (রন্তা) প্রমুখ। এসময় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ।