মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

বিসিএলে নিগার সুলতানার রেকর্ড রান সংগ্রহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি। জাতীয় দলের অধিনায়ক ১৫৩ রান করে অপরাজিত থাকেন সদ্য শুরু হওয়া বিসিএলের প্রথম রাউন্ডের খেলায়। তার ব্যাটে ভর করে লিডের দেখা পেয়েছে মধ্যাঞ্চল। রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ২৪০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে ৮ উইকেটে ৩৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। এই ৩৮৭ রানের মধ্যে ১৫৩ রান একাই করেছেন জ্যোতি। ২৫৩ বলের মোকাবেলায় ২০টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। ৪১৪ মিনিট ক্রিজে টিকে থেকে ইনিংস ঘোষণা করে মাঠ ছাড়েন, তাকে সাজঘরে ফেরাতে পারেননি কোনো বোলার। এছাড়া মুর্শিদা খাতুন ১৪২ বলে ৬৬ ও ফারজানা আক্তার লিসা ১৩৭ বলে ৬০ রান করেন। উত্তরাঞ্চলের হয়ে জান্নাতুল ফেরদৌস সুমনা একাই শিকার করেন ছয়টি উইকেট। এর আগে উত্তরাঞ্চলের ৭ উইকেট একাই শিকার করেন নাহিদা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com