শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর বাড়িতে আগুন, ৭ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস বিদেশ : বিয়েতে রাজি না হওয়ায় ক্ষোভের বশে তরুণীকে মারতে বাড়িতে আগুন লাগিয়ে দেন কথিত প্রেমিক। তরুণী বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা যান ঐ কমপ্লেক্সের সাতজন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগরে। পুলিশ অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমকে ধরতে অভিযান শুরু করেছে। পুলিশের বরাতে আনন্দবাজার জানায়, বিজয়নগরের ওই কমপ্লেক্সে ভাড়া থাকতেন শুভম। মাস কয়েক আগে সেখান থেকে অন্যত্র চলে যান। ঐ কমপ্লেক্সে থাকার সময় পড়শি এক তরুণীর প্রেমে পড়েন তিনি। তাকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। শুভম যখন জানতে পারেন যে তরুণীর অন্যত্র বিয়ে হচ্ছে, প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। পুলিশের ধারণা, সেই রাগের বশেই কমপ্লেক্সের গ্যারাজে রাখা তরুণীর স্কুটারে আগুন লাগিয়ে দেন শুভম। তখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। স্কুটারের আগুন ধীরে ধীরে কমপ্লেক্সের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা কমপ্লেক্সের কয়েক জন টের পেতেই প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু ততক্ষণে আগুন এক তলা বেয়ে দোতলা, তিনতলার দিকে এগিয়ে গিয়েছিল। কয়েকজন ব্যালকনি থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেও সাতজনের ঝলসে মৃত্যু হয়। শুভমের খোঁজে তল­াশি চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com