খুলনা প্রতিনিধি ॥ বিয়ের দাবিতে প্রেমিক মানিকের বাড়িতে শনিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ধরে অনশন করছেন প্রেমিকা।যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মশরহাটি গ্রামের ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে মেয়েটি অনশন শুরু করে এখনো পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ তানু বলেন, ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে বসব। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। আশা করছি এর একটি সুরাহা হবে। স্থানীয়রা জানান, এ গ্রামের শহীদের ছেলে মানিক (১৯) এবং উপজেলার মশরহাটি নওয়াপাড়া জুট মিলের পাশে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমদাদুল হকের মেয়ে একই এলাকায় বসবাস করে। মেয়ের খালাতো ভাই এর মাধ্যমে মানিকের সাথে পরিচয় ঘটে। সেই সুবাদেই মানিকের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা তহরা খাতুন (১৩) জানান, মানিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তিনি ছেলের বাড়িতে গিয়ে অনশন করছেন। তিনি আরও বলেন, আজ আমাকে বিয়ে না দিলে আমি এ বাড়ি থেকে যাব না। আমি এই ঘরের দরজা খুলবো না। কিন্তু দীর্ঘদিন হয়েছে আমার পরিবার ও তার পরিবার গড়িমশি করছেন। যে কারণে আমি ছেলের বাড়িতে উঠে অনশন করছি। এর আগে ছেলের পরিবার থেকে আমাকে আংটি পরিয়েছেন। তার পরিবার বিয়ে দিতে রাজি নন। প্রেমিক মানিক বলেন, আমার পরিবার ও তার পরিবার আমাদের বিয়ে দিচ্ছে না আমি ওই মেয়েকে ভালোবাসি। আমার থেকে মেয়ের বয়স কম থাকায়। তারা বিয়ে দিতে রাজি না। তহরা খাতুনের মা বলেন, পুলিশের সহযোগিতায় মেযেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাব। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাটি জানার পর উপ-পরিদর্শক এসআই আকরামকে ওই স্থানে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার ভূমি (ম্যাজিস্ট্রেট) বলেন, ছেলে-মেয়ে উভয়ের বয়স অপ্রাপ্তবয়স্ক রয়েছে। বিষয়টা তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।