দেবহাটা অফিস ॥ মহান মুক্তিযুদ্ধের নয়নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বাম রাজনীতির পুরোধা,জেলা জাসদের প্রয়াত সভাপতি আজীবন সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে গতকাল মরহুম বীর মুক্তিযোদ্ধার জন্মস্থান টাউনশ্রীপুরস্থ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতিসংরক্ষন পরিষদের আয়োজনে উক্ত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের সহধর্মিনী ও স্মৃতিসংরক্ষন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাবেয়া শাহাজাহান। জাতীয় ভাবে পরিচিত আমৃত্যু সংগ্রামী মরহুমনেতার ৩১তম মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, মাজার জিয়ারত, শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের জীবন সংগ্রাম, মুক্তিযুদ্ধে বীরত্ব, জীবনযাপন সম্পর্কে আলোকপাত, অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা, তাবারক বিতরন সহদিন ব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজমুছ শাহাদাৎ, সাধারন সম্পাদক আঃ কাদের মেম্বর মরহুমের বড় পুত্র বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মেঝো পুত্র আবু সাঈদ দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা,সঞ্জীব কুমার মাষ্টার, হাসান রেজা মুকুল মাষ্টার বাবলু মেম্বর, বীর মুক্তিযোদ্ধা মো: হামিদ, আকবর হোসেন, আবুল কাশেম প্রমুখ।