এফএনএস: দেশে কতজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তা যাচাই করতে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. বাকীর হোসেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. খোন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা ও মাহাথীর মোহাম্মদ রাতুল। এসময় হাইকোর্ট একটি রুল জারি করেন। যাতে হাইকোর্ট জানতে চান সৈয়দ হাফিজুর রহমানকে কেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। ওই রুলেই বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি করার বিষয়ে জানতে চান হাইকোর্ট। স¤প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন সৈয়দ হাফিজুর রহমান। এরপর হাফিজুর রহমানকে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পরিবারের সদস্যরা আটবার আবেদন করেন। ১৯৭৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই আবেদন করা হয়। কিন্তু প্রতিবারই বাতিল হয় তাদের আবেদন।