ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান সরদার (৭৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ব্রহ্মরাজপুর বাজারে ট্রলি চাপা পড়ে গুরুতর আহত হন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তাঁর সুস্থতা কামনা করেছেন বিডিএফ প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব মোঃ মুকুল হোসেন, সদস্য রানা, উপদেষ্টা আসাদুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, আব্দুল হাকিম, আবু সাঈদ, আরশাদ আলী, আসাদুল ইসলাম, শামিম হোসেন, আমিনুর রহমান, মোঃ ইমরান, শামছুজ্জামান আকাশসহ সকল সদস্য। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম প্রমূখ।