স্টাফ রিপোর্টার ঃ না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইমাম বারী। তিনি গতকাল সকাল সাড়ে ৭টায় শহরের উত্তর কাটিয়া নিজস্ব বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি………রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা, ১ নাতী আত্মীয়স্বজন সহযোদ্ধা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ রসুলপুর দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম সহ বীর মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন ও স্থানীয় মুসলিরা উপস্থিত ছিলেন।