স্টাফ রিপোর্টার ঃ বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের বীর সেনানী, রনাঙ্গনের সত্তর উর্ধ্ব এই বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ সন্ত্রাসী হামলায় আহত হলেন। চারন সাংবাদিক খ্যাত বীর মুক্তিযোদ্ধা কলম সৈনিক নাসির উদ্দীনের উপর হামলায় মর্মাহত, ক্ষুব্ধ সহযোদ্ধা, সাথী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ। শহরের পুরাতন সাতক্ষীরাস্থ বাসভবনে তিনি হামলার শিকার হন। প্রবীন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাছির উদ্দীনের জবানীতে জানি শুক্রবার বিকালে তার পুরাতন সাতক্ষীরাস্থ বাসভবনে একই এলাকার রবিউল ইসলাম, বজলুর রহমান, ইলিয়াস, শহিদুল সহ সহযোগীরা অনাধিকার প্রবেশ পরবর্তি দূষিত গন্ধ পানি তার বাড়ীতে (ভিটায়) দিতে থাকলে তিনি প্রতিবাদ করলে মুহুর্তে তার স্ত্রী ফিরোজা বেগম ও কন্যা হাবিবা নাসরিন নিপার উপর সন্ত্রাসী হামলা পরিচালনা করে, তিনি হামলা প্রতিরোধে এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় পরিচিত সন্ত্রাসীরা। হামলার সময় তারা লুটপাট ও করে, বীর মুক্তিযোদ্ধা আরও জানান শুক্রবার সন্ধ্যায় তিনি সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। আমার স্ত্রী কন্যা বর্তমানে চিকিৎসাধীন আমি নিজেও আহত অবস্থায় দিন যাপন করছি। সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাস রেখে বলছি নিশ্চয়ই আমি ন্যায় বিচার পাব। সর্বশেষ খবর নিয়ে জানাগেছে বীর মুক্তিযোদ্ধা কলম সৈনিক কাজী নাসির উদ্দীনের দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। সদর থানার ওসি স,ম কাইয়ুম জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।