সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মীর রিয়াসাত আলী রাজা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে রবিবার সন্ধায় সংগঠনের কার্যালয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী রাজা’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক’র সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী শেখ জাহাঙ্হীর হোসেন মেনন, পৌর শাখার সভাপতি আব্দুস সোবহান। এসময় উপস্থিত আব্দুল আলিম সরদার, কবির হোসেন, গোলাম মোস্তফা, আফসার আলী, মনজুরুল হাসান, আলমগির হোসেন, তৈবুর, খোরশেদ প্রমুখ। স্মরণ সভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মধুবাগ আবাসিক এলাকা জামে মসজিদের খতিব হাফেজ মাও. মামুন-উর রশিদ।-প্রেস বিজ্ঞপ্তি