মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারকে শোক আর শ্রদ্ধায় স্মরন করলেন সর্বস্তরের জনমানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

দেবহাটা অফিস \ অগনিত সহযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগন গতকাল শোক আর শ্রদ্ধায় স্মরন করলেন মহানমুক্তিযুদ্ধের বীর সেনানী গনমানুষের নেতা, বামরাজনীতির পুরধা, হাজারো মুক্তিপাগল বীর মুক্তিযোদ্ধার অনুপ্রেরনা, শিক্ষাবীদ, সংগ্রামী প্রবাদপুরুষ বীর মুক্তিযোদ্ধা নয় নম্বর সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারকে, দেশপ্রেমিক এই কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধার গতকাল ছিল ২৯তম মৃত্যু বার্ষিকী, ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন পরিষদের আয়োজনে এবং পরিবারের সহযোগিতায় দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মাজারে পুষ্পস্তবক, জিয়ারত, আলোচনা সভা, তাবারক বিতরন পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়, ইতিহাস ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতি গাঁথা টাউনশ্রীপুরের মাটিতে বিদ্যালয় প্রাঙ্গনে চিরনিন্দ্রায় শায়িত আছেন নির্লোভ বীর মুক্তিযোদ্ধা, গতকালের ২৯তম মৃত্যু বার্ষিকীতে মহান নেতার গ্রামে মাজার প্রাঙ্গনে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সহ রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষনীয়। ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আঃ কাদের মেম্বর ও প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার আলহাজ্ব মোশারফ হোসেন মশু, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মাষ্টার, প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, জেলা জাসদের সভাপতি দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেকই এলাহী, জাসদ নেতা মীর জিল­ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুস আলী, এ্যাড. আজাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন চেয়ারম্যান আঃ বারী মোল­্যা, আ’লীগ নেতা হারুন অর রশিদ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা, ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রধান অতিথি সহ স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যরা মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। কেবিএ কলেজের রোভার দল শিক্ষক আবু তালেবের নেতৃত্বে মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। শাহাজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন পরিষদের প্রধান উপদেষ্টা মরহুমের সহধর্মিনী রাবেয়া শাহাজাহান, পুত্র বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, সভাপতি অধ্যক্ষ আনিছুর রহমান, সম্পাদক আঃ কাদের মেম্বর, সদস্য আফছার আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, সরদার আমজাদ হোসেন, আবু তালেব মোল­্যা, হাজি জামাল উদ্দীন, সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন শাহজাহানা মাষ্টার স্মৃতি সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক জানান পরিবারের সামগ্রীক সহযোগিতা দিন ব্যাপী অনুষ্ঠান সফলে বিশেষ ভূমিকা রেখেছে। আগতদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবার ও স্মৃতি সংরক্ষন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com