দেবহাটা অফিস \ দেবহাটার ঘলঘলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল (৭১) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা শুক্রবার বারটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। অসুস্থতার কারনে চিকিৎসা নিতে মেয়ে জামাই বাড়ী কোমরপুর গ্রামে অবস্থান করা কালীন সময়ে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। শুক্রবার বাদ আছর মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার পর পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে দেবহাটা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন এবং মরহুমের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন, মৃত্যুকালে তিনি ছয় কন্যা, দুই পুত্র স্ত্রী সহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।