বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স ঢালী’র ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার কাশিমাড়ী গোবিন্দপুর গ্রামের ফুজু ঢালির পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ক্যান্সার রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজস্ব বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জোহর নামাজ বাদ দুপুর ২ টায় গোবিন্দপুর আবু হানিফ স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লী বৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অফ অনার পরবর্তী জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজের পূর্বে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।