শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজি (৮৫) গতকাল ভোর ৪ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি এক স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরন করেন। তার জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব আনার প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি মো: শহীদুলাহ সহ থানা পুলিশের চৌকস দল। জানাজা নামাজে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান-সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, দেবী রঞ্জন মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ, মে. শরিফুল ইসলাম, আবু মুছা ময়না, মামুন হোসেন মিঠু প্রমুখ। জানাযা শেষে নিজ গ্রাম কালিগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।