আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছেও। রবিবার দুপুর ৩ টায় চাপড়া স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুলতানপুর ক্রিকেট একাদশ ও আশাশুনি ক্রিকেট দল মুখোমুখি হয়। টচে জিতে সুলতানপুর দল ব্যাট হাতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। জবাবে আশাশুনি ক্রিকেট দল মাঠে নেমে মাত্র ১৪০ রান করে অল আউট হয়ে যায়। খেলায় আম্পায়ার ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম ও শিক্ষক আবু সাইদ। মধ্যম চাপড়া বন্ধন যুব সংঘের আয়োজনে খেলা চলাকালে মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। এসময় হাদিউজ্জামান, হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, কামরুজ্জামান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।