আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে ইউনিয়নের পাইথালী বিলের শিক্ষিকা সোমা রানী দাশের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। পাইথালী গ্রামের যাদব চন্দ্র দাশের মেয়ে বাওচাষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঘের মালিক সোমা রানী দাশ জানান, মঙ্গলবার সকালে তার দাদা সাধন চন্দ্র দাশ ঘেরে গিয়ে দেখতে পান ঘেরের রুই, কাতলা, মৃগেল ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এসময় ঘেরের পানিতে বিষের গন্ধ বুঝতে পারলে সে বুঝে যায় কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় ঘেরে থাকা ১০ মন কার্প জাতীয় মাছসহ ২০০০ পিচ গলদা চিংড়ি মরে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।