সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বুধহাটার জনসেবা ফামের্সীতে বডি রেটের বেশি দামে ঔষধ বিক্রির অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটার জনসেবা ফামের্সীর মালিকের বিরুদ্ধে ঔষদের বডিরেট ছাড়াও অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বুধহাটা বাজারের রবিউল ইসলামের জনসেবা ফামের্সীতে। ভূক্তযোগী সূত্রে জানাগেছে, বুধহাটা গ্রামের মাহমুদ আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম তার ১৬মাস বয়সী নাতির জন্য জনসেবা ফামের্সীতে প্রেসক্রিপশন ছাড়া নাপা (৩০মিলি) সিরাপ ক্রয় করতে যান এবং ৩৫ টাকার বিনিময়ে তিনি উক্ত ঔষধ ক্রয় করেন। ক্রয়ের পর তিনি দেখতে পান ঔষধের প্যাকেটের গায়ে ২০.৭০টাকা মূল্য লেখা আছে। বিষয়টি তিনি জনসেবা ফামের্সীর স্বত্বাধিকারী রবিউল ইসলামকে অবহিত করলে তিনি তাদেরকে জানিয়ে দেন নাপা সিরাপের মূল্য ৩৫ টাকা হয়েছে। এদিকে নতুন নাপা সিরাপের প্যাকেটের গায়ে ৩৫টাকা লেখা থাকলেও তিনি পুরাতন ঔষধের দাম নতুন ঔষধের দামে বিক্রি করছেন বলে অভিযোগ করেন ক্রেতা মফিজুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে স্কয়ার ফার্মাসিটিক্যালের রিপ্রেজেন্টিভ আশরাফ আলী বলেন, নাপা ঔষধের দাম বেড়েছে। তবে সব ঔষধ বডিরেটেই বিক্রয় করা উচিৎ। পুরাতন ঔষধ কেন তিনি ৩৫টাকা নিলেন এ বিষয়ে জানতে চাইলে জনসেবা ফামের্সীর স্বত্বাধিকারী রবিউল ইসলাম কথা এড়িয়ে গিয়ে বলেন, অধিকাংশ ব্যবসায়ীরা পন্য স্টক করে বেশী দামে বিক্রয় করে থাকে সেখানে কি কোন দোষ নেই? আমি বাজার দর অনুযায়ী দাম নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com