বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি মাঝের পাড়া ও দক্ষিণ পাড়ার সংযোগ মাটির রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাবিটা প্রকল্পের অর্থায়নে দুই পাড়ার সংযোগ হিসেবে জন গুরুত্বপূর্ণ এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। নৈকাটি দক্ষিণ পাড়া হুমায়ূন মোড়লের বাড়ি সংলগ্ন ইটের সোলিং রাস্তা থেকে মাঝের পাড়া সরকার বাড়ি সংলগ্ন ইটের সোলিং রাস্তার সংযোগ রাস্তাটি স্থানীদের প্রায় ২০ বছরের দাবির ফসল উলেখ করে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বেশ পথ ঘুরে নৈকাটি দক্ষিণ পাড়া পুরাতন মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ আদায়ে যেতে হতো মুসলিদের। রাস্তাটি নির্মানের জন্য একাধিক জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়ে নিরুপায় হয়ে মাঝের পাড়ায় পাঞ্জেগনা মসজিদ তৈরী করেছে মাঝের পাড়ার লোকজন। রাস্তার জন্য নির্ধারিত পথে একাধিক খানা খন্দক ও ঘরবাড়ি থাকায় তাদের অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি এতদিনে তৈরীর হয়নি। বহু প্রতিক্ষার পর কাংখিত রাস্তাটি তৈরী শুরু হওয়ায় ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীরা। রাস্তার কাজ উদ্বোধনের সময় দৈনিক দৃষ্টপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, অবঃপ্রাপ্ত সেনা সদস্য হযরত আলী, শফিকুল ইসলাম মোড়ল, ফেরদৌস মোড়ল, নুর ইসলাম মোড়লসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নৈকাটি দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম।