আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় পাইথালী বাজারের মামুন মার্কেট চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে আপনারা তথ্য দিয়ে সমৃদ্ধ করুন আমরা আপনাদের জন্য সুন্দর, সু-শৃংখল বুধহাটা ইউনিয়ন উপহার দেব। আশাশুনি থানা পুলিশের আয়োজনে আয়োজিত সমাবেশে উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মুসলিমা খাতুন, বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুর রহমান সিহাব, এএসআই হাবিবুর রহমান, সোহান হোসেন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আলতাফ হোসেন সানা, শীষ মোহাম্মদ জেরী, ফিরোজ আহমেদ, রবিউল ইসলাম, মমতাজ বেগম, দোলন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবঃপ্রাপ্ত সেনা সদস্য হযরত আলী, সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ আলী নয়ন, ব্যবসায়ী মামুন গাজী, ইদ্রীস আলী, পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।