রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বুধহাটায় আউশ প্লটে নমুনা শস্য কর্তন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে আউশ প্লটে নমুনা শস্য কর্তন করা হয়েছে। রবিবার সকাল ৯.৩০ টায় বুধহাটা বিলে নিলু দাশের ক্ষেতে শস্য কর্তন করা হয়। গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটা গ্রামের নিলু দাশের প্রদত্ত বিনাধান ১৯ আউশ এক একর জমির ব্লক প্রদর্শণীর প্লটে নমুনা কর্তন করা হয়। নমুনা কর্তনকালে বিানধান ১৯ জাতের ফসলের জীবনকাল ১০২ দিন ছিল। প্রতি গুছিতে ১২ টি কার্যকরী শীষ এবং শীষে গড়ে ১৫৩ টি পুষ্ট বীজ পাওয়া যায়। ২.৫৩ মিটার ব্যাসার্ধের প্লটে ফসলের কাঁচা ওজন ১০.৬০ কেজি ও কাঁচা আর্দ্রতা ময়েশ্চার মিটারে ৪০% এবং ৩.৬২ মেঃ টন/ হেঃ ফলন পাওয়া যায়। চাষীকে বীজ সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com