বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

বুধহাটায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ “মাদককে না বলি, বিনোদন কে হ্যা বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। ” প্রায়ত শিক্ষক সুব্রত মন্ডল স্মৃতি স্মরণে” কুঁন্দুড়িয়া উদয়ন সংঘ ও পাইথালী মিলন মহল ক্লাবের যৌথ আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় পদ্ম-বেউলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চাঁদপুর ফুটবল একাদশ সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। শনিবার বিকালে কুঁন্দুড়িয়া ফুটবল মাঠে দুই দলের জাঁকজমকপূর্ণ খেলায় অধিনায়ক মামুন হোসেনের নেতৃত্বে প্রথম অর্ধে চাঁদপুর ফুটবল একাদশের রাসেল হোসেন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। দ্বিতীয় অর্ধে সুমন হোসেন আরো একটি গোল করে ২-০ গোলের ব্যবধানে পদ্মা বেউলা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। কুঁন্দুড়িয়া, পাইথালী, নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিও নাজমুল হুসাইন,উপজেলা বিআরডিবি অফিসের হিসাবরক্ষক পিন্টু কুমার দাস প্রমুখ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুর ফুটবল একাদশের রাসেল হোসেন। উক্ত খেলার ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য শিষ মোহাম্মদ জেরি। সহকারী পরিচালক ছিলেন নিতাই মন্ডল ও মাসুম হোসেন। সমগ্র খেলার ধারাভাষ্য প্রদান করেন বিল্লাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com