বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি মিছিল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার প্রাণ কেন্দ্র বুধহাটা বাজারে এ মিছিল বের করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালীর নেতৃত্বে করিম সুপার মার্কেট থেকে মিছিলটি বের করা হয়। মেইন সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় কবির মার্কেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি কবির আহমেদ বলেন, আমরা ভাংচুর, সহিংসতা চাইনা। সবাই মিলেমিশে একসাথে সহাবস্থান করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। অশান্তি অরাজকতা সৃষ্টিকারীদের প্রতিহত করে আমরা এলাকার মুসলিম হিন্দু সকল মানুষকে সাথে নিয়ে শান্তিময় পরিবেশ বজায় রাখতে চাই।