বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা পূর্ব পাড়ায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বুধহাটা পূর্ব পাড়ার কওছারিয়া মাদ্রাসা মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধহাটার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গয়জুদ্দীন গাড়ীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আলহাজ্ব আ ব ম মোসাদ্দেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল হক রঞ্জু, সাবেক ইউপি সদস্য রেজওয়ান আলী, গয়জুদ্দীন গাজী, তমেজউদ্দীন গাজী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাইদ, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, বুধহাটা কলেজিয়েট স্কুলের এসএমসি সদস্য সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, রুবেল হোসেন ও আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী।