বুধহাটা প্রতিনিধি \ আশাশুনিতে এইচএসসি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী সাধনা পরামানিক (এ-) অর্জন করেছে। সে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। ২০২৩সালের এইচ এস সি পরীক্ষায় সাধনা পরামানিক জিপিএ ৩.৯২ পয়েন্টে পেয়ে উত্তীর্ণ হয়। ২০বছর বয়সী সাধনা পরামানিক আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাবু পরামানিকের কন্যা। অসহায় পরিবারের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী হয়েও পড়ালেখায় থেমে থাকেনি সাধনা পরামানিক। সহপাঠিদের সাথে তাল মিলিয়ে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে বাম হাত দিয়ে লিখে জিপিএ ৩.৯২ পয়েন্ট পেয়েছে। সাধনা পরামানিকের বাবা বাবু পরামানিক একজন নরসুন্দর। সেলুনের কাজ করে সংসার চলে তার। স্ত্রী, ১কন্যা ও ১পুত্র সন্তান নিয়ে ছোট্ট সংসার বাবু পরামানিকের। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী হওয়ার স্বর্তেও তার পড়ালেখা বন্দ করেননি তিনি। সম্প্রতি মেয়েকে বিয়ে দিয়ে এবার ছেলেকেও সুশিক্ষায় শিক্ষিত করতে রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এব্যাপারে সাধনার মা মায়ারানী বলেন আমরা খুবই অসহায় ও গরীব। খেয়ে, না খেয়ে প্রতিবন্ধী মেয়েকে পড়ালেখা করিয়েছি এবং তার পরিপূর্ণ বয়স হলে বিয়ে দিয়েছি। এদিকে নিজেকে স্বাবলম্বী করতে শারীরিক প্রতিবন্ধী সাধনা পরামানিক অভার অনাটন সংসারে স্বামীর পাশাপাশি প্রতিবন্ধী কোটায় একটি ছোট্ট চাকুরীর জন্য একবুক আশা বেঁধেছে। দেশের অর্থনীতির উন্নয়ন ও সংসারের অভাব কাটাতে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যেতে চায় সাধনা পরামানিক।